জার্মানিতে নিয়োগপ্রাপ্ত জাপানি রাষ্ট্রদূত কিন্টোমো মুশাকোজি এবং জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোয়াকিম ভন রিববেনট্রপ চুক্তিতে স্বাক্ষর করছেন।

কমিন্টার্নবিরোধী চুক্তি
ইংরেজি : Anti-Comintern Pact

এর শাব্দিক অর্থ হলো- সমাজতন্ত্র বিরোধী চুক্তি।

১৯১৯ খ্রিষ্টাব্দে বিশ্বব্যাপী মার্কসবাদী সমাজতান্ত্রিক নেতৃত্ব সমুন্নত করার জন্য ও প্রচারের জন্য মস্কোতে কমিন্টার্ন (Comintern) নামে একটি সংগঠন সৃষ্টি হয়েছিল। এই সংগঠনের কার্যক্রম প্রতিরোধের জন্য যে বিরোধী সংগঠন তৈরি হয়েছিল, তাকেই 'কমিন্টার্নবিরোধী' নামে পরিচিত।

১৯৩৬ খ্রিষ্টাব্দের ২৫শে নভেম্বর মাসে জার্মানির রাজধানী বার্লিনে, জার্মানির নাৎসী নেতা ও পররাষ্ট্রমন্ত্রী জোয়াকিম ভন রিববেনট্রপ জার্মান ও জাপানের রাষ্ট্রদূত কিন্টোমো মুশাকোজি 'কমিন্টার্নবিরোধী' চুক্তিতে স্বাক্ষর করেন।

১৯৩৬ খ্রিষ্টাব্দের এই চুক্তিতে কমিন্টার্নের বিরুদ্ধাচারণ ছাড়াও উল্লেখ করা হয় যে যদি জার্মান বা জাপান রাশিয়া কর্তৃক আক্রান্ত হয়, তবে উভয় দেশ পরস্পরের পাশে এসে দাঁড়াবে। মাঞ্চুরিয়ায় জাপানের পুতুল সরকারকে জার্মান স্বীকৃত দেয়। ১৯৩৭ খ্রিষ্টাব্দের ৬ নভেম্বরে ইতালি কমিন্টার্নবিরোধী শিবিরে যোগদান করে। এর ফলে জার্মান, জাপান ও ইতালি'র ত্রিদেশীয় জোট তৈরি হয়। পরে এই জোট অক্ষশক্তি নামে পরিচিতি লাভ করে।

১৯৩৯ খ্রিষ্টাব্দের আগষ্ট মাসে হিটলার নাৎসি-সোভিয়েট চুক্তি করলে এন্টি-কমিন্টার্ন বাতিল হয়ে যায়। ১৯৪১ খ্রিষ্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে এই চুক্তিকে আবার পুনর্জীবিত করা হয়। এই সময় যেসকল  দেশ এই জোটে স্বাক্ষর করেছিল,  তারা হলো বুলগেরিয়া, চীন, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, জাপান, মাঞ্চুকৌ, রোমানিয়া, স্লোভাকিয়া, স্পেন এবং তুরস্ক।


সূত্র :
বাংলা বিশ্বকোষ। প্রথম খণ্ড। নওরোজ কিতাবিস্তান। ডিসেম্বর, ১৯৭২।
http://en.wikipedia.org/wiki/Anti-Comintern_Pact