যন্ত্রসঙ্গীত
যন্ত্রসঙ্গীত হলো সঙ্গীতের প্রধান তিনটি ধারার একটি। এর মূল উপাদান বাদ্যযন্ত্র। যে সকল যন্ত্রের সাহয্যে সঙ্গীতোপযোগী শব্দ উৎপন্ন করা যায়, তার সাধারণ নাম হলো বাদ্যযন্ত্র। বাদ্যযন্ত্রের সাহায্যে সঙ্গীতোপযোগী শব্দ দিয়ে ধ্বনির নান্দনিক চিত্র অঙ্কন করা হয়। এই চিত্র দেখার নয় শোনার। সঙ্গীতে ব্যবহৃত যন্ত্রের সাধারণ নাম বাদ্যযন্ত্র। এই জাতীয় যন্ত্র ব্যবহৃত হয় একক বাদন বা কণ্ঠসঙ্গীত বা নৃত্যের সহযোগী যন্ত্র হিসেব।


পরিবেশনের প্রকৃতি অনুসারে যন্ত্রসঙ্গীতকে দুটি ভাগে ভাগ করা যায়। ভাগ দুটি হলো

নির্মাণাধীন.......