ব্যাসুন
ঊর্ধ্বক্রমবাচকতা { | রিডযুক্ত | বায়ুপ্রবাহজাত যন্ত্র | বাদ্যযন্ত্র | যন্ত্র | ডিভাইস | যন্ত্রকরণতা | মানবসৃষ্টি | সমগ্র | দৈহিক লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}

একপ্রকার ইউরোপের দুই রিডযুক্ত
শুষি যন্ত্র। এটি ছয়টি পৃথক অংশ নিয়ে গঠিত হয়। এর প্রান্তীয় অংশকে বলা হয় বেল। এর নিচের অংশকে বলা হয় ব্যাস জয়েন্ট। এই অংশের পরে বুট অংশ থাকে। এই অংশটি ইউ বাঁক দেওয়া একটি নল বিশেষ। এই নলের একটি মুখ ব্যাস জয়েন্টের সাথে যুক্ত থাকে। অপর মুখ যুক্ত থাকে বোকাল বা ক্রুক অংশের সাথে। এই ক্রুক অংশটি একটি ধাতব নল। এর সাথে যুক্ত থাকে রিড।

মূল নলটির দৈর্ঘ্য ২.৭৯ মিটার (৯ ফুট ২ ইঞ্চি)। এটি ভাঁজ হয়ে দৈর্ঘ্য দাঁড়ায় ১.২২ মিটার (৪ ফুট)। এর রিড তৈরি হয় বেত দিয়ে। ব্যাসুন বাদকরা এই রিড নিজেরা্‌ই তৈরি করে নেন। ব্যাসুন বাদকের বাম হাতে থাকে ১৭টি চাবি, এর ভিতরে ৯টি চাবি বৃদ্ধাঙ্গুল দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। অন্যদিকে ডান হাতে থাকে ১২টি চাবি, এর ভিতরে ৪টি নিয়ন্ত্রণ করা হয় বৃদ্ধাঙ্গুল দ্বারা।

এতে ফুঁ দিয়ে বাজানো হয়। ফুঁ দেওয়ার অংশটি মূল নল থেকে বাইরের দিকে প্রসারিত থাকে।

এই যন্ত্রটি বিভিন্ন ধরনের
অর্কেষ্ট্রাতে ব্যবহার করা হয়।


সূত্র :
ভারতীয় সঙ্গীতকোষ। শ্রীবিমলাকান্ত রায়চৌধুরী। কথাশিল্প প্রকাশ। বৈশাখ ১৩৭২।
http://yellowbellmusic.com/instruments/string/history_sitar.php