কেদার অঙ্গ

উত্তর ভারতীয় সঙ্গীতশাস্ত্রে বর্ণিত রাগাঙ্গ বিশেষ। কেদারের ছায়াবলম্বনে যে সকল রাগ সৃষ্টি, যাতে কেদারের সূরশৈলী বিদ্যমান থাকে। শাস্ত্র মতে কেদার অঙ্গের ৮টি রাগ পাওয়া যায়। এগুলো হলো- কেদার, নটকেদার, মারুকেদার, জলধর কেদার, চাঁদনী কেদার, মালুহার কেদার, শ্যাম কেদার ও মনোহর কেদার।
সূত্র :