শক
প্রাচীন ভারতের সাধারণী নামক গীত প্রকরণের একটি। এই রাগে পঞ্চম   দুর্বল। অন্তর গান্ধার ও কাকলী নিষাদ ব্যবহৃত হয়।

এক নজরে শক-এর পরিচয়
  • গ্রাম: ষড়্‌‌জ
  • গ্রামরাগ- জাত:   ধৈবতী ষাড়্‌জী থেকে উদ্ভূত
  • গীতি: সাধারণী
  • গ্রহস্বর:   ষড়্জ
  • অংশস্বর: ষড়্‌জ
  • ন্যাসস্বর: ষড়্‌জ
  • জাতি: সম্পূর্ণ-সম্পূর্ণ
  • ব্যবহৃত বিকৃত স্বর: অন্তর গান্ধার ও কাকলী নিষাদ
  • রস: অদ্ভুত, বীর ও হাস্য
  • তাল: চচ্চৎপুট
  • মার্গ: চিত্রা, বার্তিক ও দক্ষিণ
  • উদ্ভটনাট্যের চারী এবং মণ্ডলাদিতে ব্যবহৃত হয়
সঙ্গীতরত্নাকর থেকে এর আলাপ অংশ তুলে ধরা হলো


তথ্যসূত্র:
  • বৃহদ্দেশী। মতঙ্গ। রাজ্যেশ্বর মিত্র সম্পাদিত। সংস্কৃত পুস্তক ভাণ্ডার। কলকাতা। ১৯৯২।
  • সঙ্গীতরত্নাকর। সুরেশচন্দ্র অনূদিত।  রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। কলকাতা। ২২ শ্রাবণ ১৪০৮।