সঙ্গীতরত্নাকর থেকে এর আলাপ অংশ তুলে ধরা হলো
- গ্রাম: ষড়্জ
- গ্রামরাগ- জাত: ধৈবতী ও ষাড়্জী থেকে উদ্ভূত
- গীতি: সাধারণী
- গ্রহস্বর: ষড়্জ
- অংশস্বর: ষড়্জ
- ন্যাসস্বর: ষড়্জ
- জাতি: সম্পূর্ণ-সম্পূর্ণ
- ব্যবহৃত বিকৃত স্বর: অন্তর গান্ধার ও কাকলী নিষাদ
- রস: অদ্ভুত, বীর ও হাস্য
- তাল: চচ্চৎপুট
- মার্গ: চিত্রা, বার্তিক ও দক্ষিণ
- উদ্ভটনাট্যের চারী এবং মণ্ডলাদিতে ব্যবহৃত হয়
