টক্ক
প্রাচীন ভারতীয়
সঙ্গীত শাস্ত্রীয় সঙ্গীতে বর্ণিত রাগ বিশেষ।
পৌরাণিক বাহীক অম্চলের টক্ক নামক দেশে এই রাগের নামানুসারে এই
রাগের নামকরণ করা হয়েছিল। এই রাগের উৎপত্তি হয়েছিল - ষড়্জ গ্রামের
ধৈবতী ও
ষড়্জমধ্যমা জাতি থেকে। এই রাগে নিষাদ ও পঞ্চমের অল্পত্ব হয়।
প্রসন্নান্ত অলঙ্কার এবং সঞ্চারী বর্ণালঙ্কার ব্যবহৃত হয়।
- গ্রাম: ষড়্জমধ্যম
- জাতিরাগ:
ধৈবতী ও
ষড়্জমধ্যমা
- জাতি:
সম্পূর্ণ-সম্পূর্ণ
- অংশস্বর: ষড়্জ
- গ্রহস্বর: ষড়্জ
- ন্যাসস্বর: ষড়্জ
- রস: বীর এবং অদ্ভুত
- তাল: চচ্চৎপুট
- মার্গ: চিত্র,
বার্তিক দক্ষিণ।
এই রাগ থেকে উৎপন্ন হয়েছিল ১৬টি ভাষারাগ। এগুলো হলো- ত্রবণা,
ত্রণোদ্ভবা, বেরঞ্জিকা, ছেবেটি, মালবেসরিকা,
গুর্জরী, সৌরাষ্ট্রী সৈন্ধবী, বেসরী,
পঞ্চম, রবিচন্দ্রা, অম্বাহারী, ললিতা, কোলাহলী, মধ্যমগ্রামদেশী, গান্ধারপঞ্চমী।
তথ্যসূত্র:
-
নাট্যশাস্ত্র (চতুর্থ খণ্ড)। ভরত। বঙ্গানুবাদ সুরেশচন্দ্র
বন্দ্যোপাধ্যায়। নবপত্র প্রকাশন। পঞ্চম মুদ্রণ ডিসেম্বর ২০১৪।
-
বৃহদ্দেশী। মতঙ্গ। রাজ্যেশ্বর মিত্র সম্পাদিত। সংস্কৃত
পুস্তক ভাণ্ডার। কলকাতা। ১৯৯২।
-
সঙ্গীতরত্নাকর। সুরেশচন্দ্র অনূদিত। রবীন্দ্রভারতী
বিশ্ববিদ্যালয়। কলকাতা। ২২ শ্রাবণ ১৪০৮।