আকের
ইংরেজি :  Aker
প্রাচীন মিশরীয় পৌরাণিক চরিত্র।
সূর্য দেবতা প্রতি ভোরে পূর্ব দিক থেকে বজরায় চড়ে অস্তাচলের দিকে যায়। সন্ধ্যায় রা -এর বজরা পাতালে প্রবেশ করে এবং ভোর বেলা তিনি  তাঁর উদয়-স্থানে গিয়ে অপেক্ষা করেন। এই সময় তাঁর বজরা রক্ষণাবেক্ষণ করেন আকের। আকেরকে পূর্ব ও পশ্চিমের অভিভাবক হিসেবেও অভিহিত করা হয়।