বাত
Bat

মিশরে দেবী বিশেষ। প্রাচীন মিশরে এই দেবী পূজিতা হয়েছেন বিশ্বব্রহ্মাণ্ডের প্রতীক হিসেবে। বিশেষ করে দেবীকে দেখানো হয়েছে তারকাবেষ্টিত মহাকাশীয় গাভী হিসেবে। প্রকৃতপক্ষে দেবীকে দুগ্ধ সরণী
(Milky Way) -এর সাথে তুলনা করে দেবীকে ছায়াপথ হিসেবে বিবেচনা করা হয়েছে এই সূত্রে কালক্রমে তাঁকে দুগ্ধ-সরণী'র স্থানে বসানো হয় দুগ্ধের উৎস হিসেবে গাভীর দেবী হিসেবে।

এই দেবী মন্দিরে উৎকীর্ণ অবয়বে দেখা যায়- মানবীরূপী মুখমণ্ডল। মাথায় রয়েছে গাভীর কান এবং বাঁকানো শিং। অধিকাংশক্ষেত্রে এই মূর্তী ঘিরে দেখা তারকারাজী। অনেকে মনে করেন যে, তিনি দেবী রূপে বিরাজ করার সময় তাঁর সাথে জীবনের প্রতীক 'আনখ'-এর মতো সিস্ট্রুম নামক ঘাত-বাদ্যযন্ত্র থাকতো- অশুভ শক্তি থেকে রক্ষা পাওয়ার জন্য। এই কারণে মিশরের বাতকে মিশরের আদি সঙ্গীতের দেবী হিসেবে বিবেচনা করা হয়।

প্রাচীন মিশরের 'পিরামিড পাঠ্য' অনুসারে বাত-কে দ্বিমুখী দেবী হিসেবে উল্লেখ করা হয়েছে। এর একটি মুখ অপশক্তি থেকে নিজেকে রক্ষা করার জন্য। তাঁর উভয় মুখ দিয়ে দেবী অতীত ও ভবিষ্যৎ দেখতে পারতেন। অনেকে মনে করেন যে, নীল নদের উভয় দেখার জন্য দুই মুখ বা উচ্চ ও নিম্ন মিশর দর্শনের প্রতীক।


এরপর উচ্চ ও নিম্ন মিশর একীভূত হয়ে গেলে এই দেবীর সাথে হ্যাথোর মিলে
-মিশে গিয়েছিল।
এই দেবীর খুব বেশি মূর্তি বা চিত্র পাওয়া যায় নি।

সূত্র: