হের্মোপোলিস
Hermopolis
প্রাচীন
মিশরের মধ্যাঞ্চলের একটি শহরের নাম। মিশরীয়রা এ্ই শহরকে বলতো খ্মুনু।
গ্রিকরা এই শহরের নাম দিয়েছিল হের্মেপোলিস। গ্রিকরা মনে করতো, মিশরীয় এই শহরটির
সাথে তাদের দেবতা
হের্মেজ -এর গভীর সম্পর্ক আছে। এই নগরীর দেবতা থোথ্-কে মনে করা
হের্মেজ -এর সহযোগী দেবতা। এই নগরীতে অষ্টদেবদেবীর একটি ধারণা বিকশিত
হয়েছিল। এই মতবাদকে বলা হয়
ওগ্দোয়দ ।
এদের এই অষ্টদেবদেবীরা চারটি জোড়া হিসেবে অধিষ্ঠিত ছিলেন। এই চার জোড়া
দেবদেবীরা ছিলেন
-
নাউনেৎ এবং নুন (আদি
জলরাশি)
-
আমাউনেৎ এবং আমুন (অদৃশ্য
শক্তি এবং বাতাসের প্রভু)
-
হাওহেৎ ও হে (অনন্ত বা
অসীমের প্রভু)
-
কুয়াকেট ও কুক (অন্ধকারের
প্রভু)
সূত্র :
http://ancientegyptonline.co.uk/ogdoad.html