ওগ্দোয়াদ
মিশরের প্রাচীন
হের্মোপোলিস (Hermopolis)।
এই শহরের প্রাচীন নাম ছিল খ্মুন। হের্মোপোলিস ৮জন দেব-দেবীর পূজা করা হতো অত্যন্ত
গুরুত্বের সাথে। এই ৮জন দেবদেবী এবং এঁদের পূজাকে বলা হতো ওগ্দোয়াদ্ (Ogdoad)।
খ্রিষ্টপূর্ব ২৬৮৬ থেকে ২১৩৪ অব্দ প্রর্যন্ত মিশরের প্রাচীন রাজ্যে ওগ্দোয়াদ
প্রচলিত ছিল।
আদিম জলে বাস করতেন চার ব্যাঙ দেবতা এবং চারজন সর্পদেবী। এছাড়া
ছিলেন চার জোড়া দেব-দেবী। এই আট দেব-দেবীরদের দলকে বলা হয় ওগ্দোয়াদ্।
এঁরা ছিলেন-
দেবতা নাউনেৎ
―দেবী নুন
দেবতা আমুনেৎ
―
দেবী আমুন
দেবতা কাউকেট
―
দেবী কুক
দেবতা হাউহেৎ
―
দেবী হুহ
এই চার জোড়া দেব-দেবী কিছু
বিষয়ের প্রতিনিধি হিসেবে বিবেচনা করা হতো। যেমন―
নাউনেৎ এবং নু ছিলেন আদি জলরাশির প্রতিনিধি
আমিনেৎ এবং আমুন ছিলেন বায়ু বা অদৃশ্যের প্রতিনিধি
কাউকেট এবং কুক ছিলেন অন্ধকারের প্রতিনিধি
হাউহেৎ এবং হুহ ছিলেন অনন্তের প্রতিনিধি।
বিশ্বপ্রকৃতি সৃষ্টি এবং তার বিস্তার নিয়ে সে সময়ে দুটি মতবাদ প্রচলিত ছিল। এর একটি হলো অণ্ড তত্ত্ব এবং পদ্মতত্ত্ব।
অণ্ডতত্ত্ব : সৃষ্টির আদিতে সকল কিছু সৃষ্টি হয়েছিল জল থেকে। এই সময় একটি বিশালাকার পাখি এই বর্জ্য জলের উপর একটি ডিম প্রসব করে। কোনো কোনো মতে এই ডিম প্রসব করেছিল একটি মহাজাগতিক রাজ হাঁস। অন্যমতে থোথ্ নামক এক দেবতার বাহন আইবিস পাখি এই ডিম প্রসব করেছিল।
পদ্মতত্ত্ব : সৃষ্টির আদিতে পৃথিবী জলময় ছিল। সেই জলে একটি পদ্মফুল ফুটেছিল এবং সেই পদ্মফুল থেকে জন্ম নিয়েছিল সূর্য দেবতা রা বা রা-আতুম।
সূত্র :
http://ancientegyptonline.co.uk/thoth.html