লুভর যাদুঘরে রক্ষিত মূর্তি। হেলেনিক মডেল অনুসারে খ্রিষ্টীয় দ্বিতীয় শতাব্দীতে তৈরি রোমান মূর্তি।

ডায়োনিসাস
গ্রিক Διόνυσο>ইংরেজি Dionysus
গ্রিক পৌরাণিক কাহিনি মতে, ডায়োনিসাস ছিলেন ফসলের এবং মদের দেবতা। সমতূল্য রোমান দেবতা বাক্কাস
(Bacchus) বা লিবার (Liber)।
থ্রেসিয়ান পৌরাণিক কাহিনিতে একে মদের দেবতা হিসাবে পাওয়া যায়। গ্রিক পৌরাণিক কাহিনিতে তাঁকে মদের দেবতার পাশাপশি উল্লেখ করা হয় সভ্যতার উন্নয়নকারী, অাইন প্রণেতা, শান্তির প্রেমিক হিসাবে। কখনো কখনো তাঁকে বিবেচনা করা হয়ে থাকে কৃষি ও থিয়েটারের দেবতা হিসাবে।

তাঁর জন্ম সম্পর্কে দুটি গল্প প্রচলিত অাছে। গল্প দুটি হলো

শিশু ডায়োনিসাসকে প্রতিপালনের দায়িত্ব নেন হের্মেজ। তিনি নাইসার উপদেবীর কাছে ডায়োনিসাস-এর প্রতিপালনের ভার দেন। কোনো কোনো মতে এই উপদেবীরা ছিলেন হায়ডিস। বড় হয়ে ডায়োনিসাস লিডিয়া, ফ্রিজিয়া, পার্সিয়া, ব্যাক্ট্রিয়া, মিডিস ইত্যাদি অঞ্চলে ঘুরে বেড়াতেন।

একদিন গ্রিসের উপকূল দিয়ে একটি জলদস্যুদের জাহাজ যাওয়ার সময়, জলদস্যুরা একটি অন্তরীপে সুদর্শন এবং ডায়োনিসাসকে দেখতে পায়। জলদস্যুরা ভেবছিল, সে নিশ্চয়ই কোনো ধনী ঘরের সন্তান হবে। তাই তারা মুক্তিপণ পাওয়ার আশায় ডায়োনিসাসকে বন্দী করলো মুক্তিপণ। তারা তাঁকে জাহাজে এনে শক্ত শক্ত রশি দিয়ে বাঁধার চেষ্টা করে ব্যর্থ হলো। দস্যুদের এই ব্যর্থ চেষ্টা দেখে ডায়োনিসাস শুধু মৃদুমৃদু হাসতে থাকলেন। এই সময় জাহাজের মাঝি ভাবলেন, নিশ্চয়ই তারা কোনো দেবতাকে ধরে এনেছে। তাই সর্দার ডায়োনিসাসকে ছেড়ে দেওয়ার কথা বললেন। কিন্তু জাহাজের ক্যাপ্টেন সে অনুরোধ অগ্রাহ্য করে, জাহাজের পাল তুলে রওনা হওয়ার আদেশ দিল।

এরপর জাহাজে অলৌকিক কাণ্ড ঘটা শুরু করলো। দস্যুরা দেখলো জাহাজের পাটাতনের নিচ দিয়ে সুগন্ধী মদ প্রবাহিত হচ্ছে। পালের উপরে আঙুর-লতা শোভা পাচ্ছে। আর মাস্তুলের গায়ে ফুলে ভরা আইভি লতার মালা জড়িয়ে আছে। এরপর জাহাজের নাবিকরা আতঙ্কে ডায়োনিসাসকে ডাঙায় ছেড়ে দেওয়ার জন্য চিৎকার করতে লাগলো। সে সময় ডায়োনিসাস নিজেকে সিংহে পরিণত করলো। ভয়ে নাবিকরা জাহাজ থেকে সাগরের জলে লাফিয়ে পড়লো এবং তাদের সকলেই সমুদ্রের জলে পড়ার সাথে সাথে ডলফিনে পরিণত হলো। একমাত্র মাঝিটি ডায়োনিসাসের ক্রোধ থেকে রক্ষা পেলো। এরপর ডায়োনিসাস মাঝিকে আশ্বস্ত করে নিজের পরিচয় জানালেন।

ডায়োনিসাস গ্রিসের পথে যাওয়ার সময় থ্রেসের রাজা লাইকারগাস অপমান করেছিলেন। এরপর তিনি এই নতুন দেবতাকে উপাসনা করতে অস্বীকার করেছিলেন। ডায়োনিসাস এই কারণে লাইকারগাসকে একটি পাহাড়ের একটি অন্ধকার গুহায় বন্দী করে রেখেছিলেন। পরে জিউসে আঘাতে লাইকারগাস অন্ধ হয়ে যান এবং মৃত্যুবরণ করেন।

একবার এক ভ্রমণের সময় তিনি ক্রিটের রাজকুমারী এ্যারিয়াডোনিকে নেক্সস দ্বীপে দেখতে পান। এই রাজকুমারীকে এথেনের রাজকুমার ইউসিস পরিত্যাগ করেছিলেন। ডায়োনিসাস তাঁকে উদ্ধার করেন। তিনি রাজকুমারীকে ভালোবেসে ফেলেছিলেন। তাই রাজকুমারীর মৃত্যুর পর তাঁর মাথার মুকুট নক্ষত্রলোকে স্থাপন করেন।

তিনি তাঁর মা সেমেলেকে েন এবং যে গিয়ে তাঁর মায়ের সাথে দেখা করেন। তিনি সেমেলেকে নিয়ে অলিম্পাসে যান। কিন্তু দেবতারা সেমেলেকে মরণশীল মানুষ বলে গ্রহণ করতে রাজি হলেন না। কিন্তু ডায়োনিসাস-এর মা বলে সেমেলে ি লাভ করেন।

তিনি মেইনাডস নামে পরিচিতা মতমত্তা নারীকূলের কোনো মন্দির ছিল না। এই কারণে এরা দূর পাহাড়ের একটি পবিত্র অরণ্যে চলে যান। ডায়োনিসাস তাদের জন্য থাকা খাওয়ার সুবন্দোবস্ত করে দিয়েছিলেন।


তথ্যসূত্র :
greek myth
/Robert Graves, cassel & comoany, fourth edition 1995
edith hamilton mythology/new american library
http://en.wikipedia.org/wiki/Dionysus