অঙ্কিত Jove and Semele (1695) |
সেমেলে
গ্রিক
Σεμέλη>ইংরেজি
Semele>বাংলা
সেমেলে।
গ্রিক পৌরাণিক চরিত্র। ইনি ছিলেন রাজা ক্যাডামাসের কন্যা। এঁর মায়ের নাম ছিল হার্মোনিয়া
দেবরাজ
জিউস
সেমেলের প্রেমে
পড়েন এবং মানুষের রূপ ধরে এর সাথে প্রেমলীলা চালিয়ে যেতে থাকলে সেমেলে গর্ভবতী হয়ে
পড়েন। সেমেলর গর্ভধারণের সাথে
জিউসের
সম্পর্ক আছে, এই অনুমানে―
জিউসের
পত্নী
হেরা,
বৃদ্ধ প্রতিবেশিনীর রূপ ধরে সেমেলের সাথে বন্ধুত্ব গড়ে তোলেন। সেমেলের গর্ভস্থ
সন্তানের পিতা যে
জিউস, এ
কথা
হেরা
জানার পরও তা অবিশ্বাসের ভান করেন এবং সেমেলের মনে সন্দেহের বীজ বুনে দেন। এরপর
সেমেলে
জিউসের
দেবত্ব নিয়ে সন্দেহ
পোষণ করতে থাকেন। একবার তিনি
জিউসের কাছে তাঁর
দেবতার পূর্ণরূপে প্রকাশিত হওয়ার জন্য জিদ ধরেন।
জিউস
জানতেন কোন মরণশীল
মানুষ দেবতার পূর্ণরূপ দর্শন করে বেঁচে থাকতে পারে না। তাই তিনি সেমেলেকে দেবরূপ
দেখা থেকে বিরত থাকার পরামর্শ দেন। কিন্তু সেমেলে তাঁর জিদে অটুট থাকলে,
জিউস
দেবরূপে নিজেকে
আত্মপ্রকাশ করেন। এর ফলে, সেমেলে ভষ্মীভূত হয়ে মৃত্যুবরণ করেন। এই সময়
জিউস
সেমেলের গর্ভস্থ
শিশুকে ভ্রূণকে মাতৃগর্ভ থেকে বের করেন। এরপর
জিউসের
ইচ্ছায় এই শিশু মাতৃগর্ভ ছাড়াই পূর্ণতা লাভ করলে,
জিউস
শিশুটিকে প্রকাশ
করেন। এইভাবে শিশুটির দ্বিতীয়বার জন্ম হয়। এই শিশুটির নাম রাখা হয় ডায়োনিসাস।
ডায়োনাইসস বড় হয়ে মৃত্যুপুরী থেকে তাঁর সেমেলেকে উদ্ধার করেন। পরে ইনি
অলিম্পাসের
দেবরাজ্যে স্থান লাভ করেন। উল্লেখ্য এই সময় তাঁর নামকরণ করা হয়- থায়োনি। উল্লেখ্য
এর সমতুল্যা রোমান দেবী হলেন স্টিমুলা।
তথ্যসূত্র :
greek myth/Robert Graves, cassel & comoany, fourth edition 1995
edith
hamilton mythology/new american library
http://en.wikipedia.org/wiki/Semele