অরুন্ধতী
ঊর্ধ্বক্রমবাচকতা { পৌরাণিক সত্তা | কাল্পনিকসত্তা | কল্পনা | সৃজনশীলতা | দক্ষতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}

কর্দম প্রজাপতির ঔরসে দেবাহুতির গর্ভে এঁর জন্ম হয়েছিল
বশিষ্ঠ মুনির সাথে এঁর বিবাহ হয় ইনি অতিশয় বিদুষী হিসাবে খ্যাত ছিলেন পতিভক্তিতে ইনি অদ্বিতীয়া ছিলেন এই কারণে, অগ্নিকে কামনা করে স্বাহা এর রূপ ধরতে ব্যর্থ হন ইনি নক্ষত্ররূপে বশিষ্ঠের পাশে অবস্থান করছেন হিন্দু বিবাহে কুশণ্ডিকাকালে মন্ত্র উচ্চারণের সময় নববধূকে এই নক্ষত্র দেখানো হয়। [অরুন্ধতী (নক্ষত্র)]