অরুন্ধতী (নক্ষত্র)
ইংরেজি : Alcor
জ্যোতির্বিজ্ঞানের নাম:
Alcor, 80 Ursae Majoris

সপ্তর্ষিণ্ডল (Ursa Major) নামক নক্ষত্রমণ্ডল-এর একটি জোড়া নক্ষত্র। দূর থেকে একে একটি তারা মনে হয়। অরুন্ধতী নিজেই একটি জোড়া তারা। এই যুগল তারা আবার বশিষ্ঠ নামক অপর একটি নক্ষত্রচতুষ্টয়ের সাথে যুক্ত হয়ে নক্ষত্রষষ্ঠক সৃষ্টি করেছে। এই ছয়টি তারা মিলে যে পদ্ধতি গড়ে উঠেছে, তাকে বলা হয় 'বশিষ্ঠ-অরুন্ধতী নক্ষত্র পদ্ধতি'।
এই নক্ষত্র পদ্ধতির অবস্থান

বিষুবাংশ (RA) : ১ ঘণ্টা ২৩ মিনিট ৫৫.৫ সেকেন্ড
বিষুবলম্ব
(Dec) : ৫৪ ডিগ্রি ৫৫ মিনিট ৩১ সেকেন্ড।

পৃথিবী থেকে এই এই নক্ষত্রচতুষ্টয়-এর দূরত্ব প্রায় ৮৩ আলোকবর্ষ। পাশ্চাত্য  Mizar নামটি গ্রহণ করা হয়েছে আরবি مئزر   মিজার থেকে। এর অর্থ হলো 'কোমরবন্ধ'।

ভারতীয় নাম 'অরুন্ধতী' গৃহীত হয়েছ পৌরাণিক ঋষি বশিষ্ট-এর স্ত্রী অরুন্ধতীর নামানুসারে। আগে অরুন্ধতিকে একটি নক্ষত্র হিসেবে গণ্য করা হতো। ১৯৫০ খ্রিষ্টাব্দে প্রথম জানা যায় যে, এটি একটি জোড়া তারা। উল্লেখ্য বর্ণালী বিশ্লেষণের মাধ্যমে প্রথম এই অরুন্ধতীকে নক্ষত্রকে 'জোড়া তারা' হিসেবে শনাক্ত করা সম্ভব হয়। অরুন্ধতির আকাশে নিজের অবস্থান

                বিষুবাংশ (RA) : ১ ঘণ্টা ২৫ মিনিট ১৩.৫ সেকেন্ড
                বিষুবলম্ব
(Dec) : ৫৪ ডিগ্রি ৫৯ মিনিট ১৭ সেকেন্ড।

পৃথিবী থেকে এই নক্ষত্রদ্বয়ের এর দূরত্ব ৮১.৭ আলোকবর্ষ। এই নক্ষত্রদ্বয়কে Alcor A এবং Alcor B বলা হয়। উভয় নক্ষত্রের মধ্যকার দূরত্ব ১.২ আলোকবর্ষ। কিন্তু পারস্পরিক মাধ্যাকর্ষণ দ্বারা উভয় নক্ষত্র আবদ্ধ।

প্রথম অরুন্ধতি (Alcor A)
এটি একটি A5V শ্রেণির প্রধান ধারার নক্ষত্রএর আপাত উজ্জ্বল্য ৩.৯৯।  এই নক্ষত্রটি দ্বিতীয় অরুন্ধতীকে কেন্দ্র করে আবর্তিত হয়।

দ্বিতীয় অরুন্ধতি (Alcor B)
এটি একটি লাল বামন তারা (red dwarf star) । এই নক্ষত্রটি আবিষ্কার করেছিলেন এরিক মামাজেক-এর নেতৃত্বাধীন একদল গবেষক। এঁরা ৬.৫ মিটার টেলিস্কোপের সাহায্যে এই নক্ষত্রটিকে প্রথম শনাক্ত করতে সক্ষম হয়েছিলেন।


সূত্র :