অসমঞ্জ
ঊর্ধ্বক্রমবাচকতা { পৌরাণিক সত্তা | কাল্পনিকসত্তা | কল্পনা | সৃজনশীলতা | দক্ষতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
হিন্দু পৌরাণিক চরিত্র। এর অপর নাম অংশুধর।

সগর রাজার জ্যেষ্ঠ পুত্র এঁর মায়ের নাম কেশিনী সগর রাজার দুটি স্ত্রী ছিল সগরের অপর স্ত্রীর নাম ছিল সুমতি একবার সগর পুত্র পাওয়ার আশায় দুই পত্নীকে সাথে নিয়ে হিমালয়ে তপস্যা করেন এরপর ভৃগুর বরে সুমতির গর্ভে অসমঞ্জ ও কেশিনীর গর্ভে ষাট হাজার পুত্র জন্মে অসমঞ্জ যৌবনের প্রারম্ভে দুর্দান্ত ছিলেন এজন্য এঁর পিতা এঁকে রাজ্য থেকে নির্বাসিত করেন সগরের যজ্ঞের জন্য নির্বাচিত অশ্ব অন্বেষণের জন্য তাঁর ষাট হাজার পুত্র যখন কপিলমুনির ক্রোধে ভস্মীভূত হয়, তখন অসমঞ্জের পুত্র অংশুমান কপিলমুনিকে সন্তুষ্ট করে যজ্ঞের অশ্ব ফিরিয়ে আনেন