অসিক্লী
হিন্দু পৌরাণিক চরিত্র।
অন্য নাম: বারিণী।

হিন্দু পৌরাণিক কাহিনি মতে–  ইনি ছিলেন প্রজাপতি বীরণের কন্যা । পিতার নামানুসারে এঁর অপর নাম বৈরণী। ইনি দক্ষের  স্ত্রী ছিলেন। দক্ষের ইচ্ছা পূরণের নিমিত্তে এঁরই গর্ভে মহামায়া জন্মগ্রহণ করেছিলেন। পৌরাণিক কাহিনিতে এই কন্যা সতী নামে খ্যাত।
        দেখুন: দুর্গা