বৈবস্বাত
হিন্দু পৌরাণিক সত্তা বিশেষ।
সূর্যের
ঔরসে
সংজ্ঞা'র
গর্ভে ইনি জন্মগ্রহণ করেন।
সূর্য দেবতার অপর নাম বিবস্বান। বিবস্বান-এর পুত্র হিসেবে, তাঁর নাম রাখা হয়েছিল
বৈবস্বাত। হিন্দু পৌরাণিক কাহিনি মতে ইনি বৈবস্বত মনু নামে খ্যাত।
এই মনুর সময়ে সপ্তর্ষি ছিলেন অত্রি,
বশিষ্ঠ,
কশ্যপ,
গৌতম,
ভরদ্বাজ,
বিশ্বামিত্র ও ঋচি্ক্-পুত্র জমদাগ্নি।
এই সময়ের দেবতা ছিলেন সাধারণ,
রুদ্রগণ,
বিশ্বগণ,
বসুগণ,
মরুৎগণ,
আদিত্যগণ ও অশ্বিনীকুমারদ্বয়।
বৈবস্বত মনুর পুত্র সংখ্যা ছিল নয় জন।
এঁরা হলেন ইক্ষ্বাকু, নাভগ, ধৃষ্ট, সার্যাতি, নরিষ্যন্ত, দিষ্ট, করুষ, পৃষধ্র ও
বসুমান।
―মার্কেণ্ডেয় পুরাণ, বৈবস্বত ও সাবর্ণির উপখ্যান।