দূষণ
হিন্দু পৌরাণিক চরিত্র।
রাময়ণের মতে–
জনৈক রাক্ষস।
লঙ্কার অধিপতি
রাবণের
বৈমাত্রেয় ভ্রাই।
বিশ্রবার ঔরসে রাকার গর্ভে এঁর
এবং এঁর ভাই দূষণের জন্ম হয়েছিল।
রাবণের বোন সূর্পণখা
বিধবা হলে,
এঁরা রাবণের আদেশে তাঁর
তত্ত্বাবধায়ক হিসাবে নিযুক্ত হন।
খর ১৪ হাজার রাক্ষসসৈন্য
ও সূর্পনখাকে নিয়ে দণ্ডকারণ্যে বসবাস করতেন।
পঞ্চবটী নামক বনটি খরের
অধীনস্থ ছিল।
পিতৃসত্য পালনার্থে
রাম
তাঁর ভাই লক্ষ্মণ ও স্ত্রী সীতাসহ বনবাসী হলে,
তাঁরা এই পঞ্চবটী বনে
কুটির নির্মাণ করে বসবাস শুরু করেন।
এই সময় সূর্পণখা অত্যন্ত
কামাতুরা হয়ে- লক্ষ্মণের সাথে অবৈধ সম্পর্ক স্থাপনের চেষ্টা করলে,
লক্ষ্মণ তাঁর নাক ও কান
কেটে দেয়।
এই সংবাদ পাবার পর,
খর রাম-লক্ষ্মণকে হত্যা
করার জন্য অগ্রসর হয়ে নিহত হন।
পরে দূষণ যুদ্ধে অবতীর্ণ
হলে তিনিও রাম-লক্ষণের কাছে পরাজিত ও নিহত হন।