ইন্দ্রধ্বজ
হিন্দু ধর্মের শাস্ত্রীয় গ্রন্থ বৃহৎ-সংহিতার মতে, দেবতারা অসুরদের কাছে নিপীড়িত হয়ে, ব্রহ্মার শরণাপন্ন হন তখন ব্রহ্মা দেবতাদেরকে ক্ষীরোদ সাগরে গিয়ে বিষ্ণুর স্তব করার পরামর্শ দেন।  এরপর দেবতারা উক্ত সাগরতীরে গিয়ে বিষ্ণুর স্তব করলে, বিষ্ণু  তাঁদেরকে একটি ধ্বজ (পতাকা) প্রদান করেন ইন্দ্র উক্ত ধ্বজ নিজের অধিকারে নিলে, এর নাম রাখা হয় ইন্দ্রধ্বজ

উল্লেখ্য
ইন্দ্র এই ধ্বজ দ্বারা অসুরদের পরাজিত করেন এরপর দেবতারা এই ধ্বজ মাটিতে প্রোথিত করে পূজা করলে, ইন্দ্র বলেন যে যে রাজা এইভাবে ইন্দ্রধ্বজ পূজা করবে, তাঁর রাজ্যে প্রজা বৃদ্ধি হবে এবং প্রচুর শস্য উৎপন্ন হবে