কণ্-ফোট
ভারতবর্ষের সনাতন ধর্মের
শিবের উপাসনা-ভিত্তিক একটি সম্প্রদায়। এই দর্ম দর্শনের প্রবর্তক
ছিলেন
গোরক্ষনাথ।
এই সম্প্রদায়ের সাধকদের সাধনার অঙ্গ হলো-
হঠযোগ।
এর দুই কান বড় ছিদ্র করে। উল্লেখ্য, হিন্দিতে কণ হলো কর্ণ এবং ফাট হলো ছিদ্র।
কানে ছিদ্র করার কারণে এঁরা কণ-ফাট নামে অভিহিত হয়ে থাকেন। এদের একটি কানের
ছিদ্রে থাকে নুড়ি, বা গণ্ডার শৃঙ্গের টুকরো দিয়ে তৈরি কুণ্ডল। এই কুণ্ডল এঁরা দীক্ষা
গ্রহণের সময় শিবের কুণ্ডল হিসেবে গ্রহণ করেন। এঁদের গলায় একধরনের সুতার মালা।
এছাড়া এঁরা গেরুয়া-বস্ত্র পরিধান করেন। এঁদের মাথায় থাকে জটা এবং ললাট বিভূতি চিহ্ন
ব্যবহার করেন।
সূত্র :