কৃপী  
সংস্কৃত कृपी  (কৃপী)>বাংলা কৃপী।
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { পৌরাণিক সত্তা | কাল্পনিকসত্তা | কল্পনা | সৃজনশীলতা | দক্ষতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}

হিন্দু পৌরাণিক কাহিনী মতে
  শরদ্বান নামক ঋষি ধনুর্বিদ্যায় অসাধারণ কৃতিত্ব অর্জন করলে দেবরাজ ইন্দ্র ভীত হয়ে জানপদী নামক এক অপ্সরাকে প্রেরণ করেন এই অপ্সরাকে দেখে শরদ্বানের বীর্যপাত হয় এবং তা একটি শরস্তম্ভে পতিত হয়ে একটি পুত্র ও কন্যার জন্ম হয় রাজা শান্তনু উক্ত পুত্র কন্যাকে কৃপা করে সন্তানের মত পালন করেন বলে এই পুত্র-কন্যার নাম যথাক্রমে কৃপ (কৃপাচার্য) ও কৃপী রাখা হয় দ্রোণাচার্য কৃপীকে বিবাহ করেন এঁর গর্ভে অশ্বত্থামা জন্মগ্রহণ করেন


সূত্র :
মহাভারত। বেদব্যাস। অনুবাদ : কালীপ্রসন্ন সিংহ