লক্ষ্মী
হিন্দু ধর্মমতে সম্পদের দেবী এবং বিষ্ণুর স্ত্রী।
অমৃতলাভের
উদ্দেশ্য, দেব-দানবেরা
সমুদ্রমন্থন
করলে, প্রথমে সমুদ্র থেকে
চন্দ্র সৃষ্টি
হয়। পরে ঘৃতরূপী সাগর থেকে লক্ষ্মীদেবী
উত্থিতা হন। এবং দেবতার পক্ষালম্বন করেন। পরে অমৃতভাণ্ড হাতে
ধন্বন্তরি
উত্থিত হলে, দানবরা লক্ষ্মী ও অমৃতলাভের জন্য দেবতাদের সাথে
কলহের সৃষ্টি করতে থাকে। এই
সময়
বিষ্ণু
মোহনীয়া নারীর রূপ ধরে, দানবদের সম্মুখে এলে, দানবরা মোহিত হয়ে,
অমৃতভাণ্ড নারীরূপী বিষ্ণুর হাতে তুলে দিলেন। এরপর দানবরা অস্ত্রশস্ত্র নিয়ে দেবতাদের আক্রমণ
করে। এই অবসরে
বিষ্ণু নরদেবকে সাথে নিয়ে অমৃতকুণ্ড নিয়ে পালিয়ে যান। আর দেবতারা
বিষ্ণুর
কাছ থেকে সেই
অমৃত নিয়ে পান করেন।
[সূত্র: মহাভারত। আদিপর্ব।
সপ্তদশ-অষ্টাদশ অধ্যায়]
এর অন্যান্য নাম -অচলা, অজিতবল্লভা, অব্ধিজা, অমলা, অম্বুজা, অম্বুজাসনা, ইন্দি, ইন্দিরা, কমলা, কমলালয়, কমলাসনা, ক্ষীরাব্ধিজা, ক্ষীরাব্ধিতনয়া, ক্ষীরোদতনয়া, ধনদা, ধনদাত্রী, নারায়ণী, পদ্মা, পদ্মালয়, পদ্মাসনা, বিষ্ণুপ্রিয়া, রমা, লোলা, শতদলবাসিনী, শ্রী, সনাতনী, হরিপ্রিয়া।