পাণ্ড্যরাজ
হিন্দু পৌরাণিক কাহিনি মতে–
জনৈক যোদ্ধা বিশেষ।
কুরুক্ষেত্রের
যুদ্ধে তিনি
পাণ্ডব
পক্ষে অংশ গ্রহণ করেছিলেন।
পাণ্ড্যরাজ নিজেকে অত্যন্ত বড় যোদ্ধা হিসাবে বিবেচনা করতেন এবং কাউকেও নিজের সমকক্ষ
যোদ্ধা মনে করতেন না।
কুরুক্ষেত্রের যুদ্ধে ১৬তম দিনে ইনি
অশ্বত্থামা
কর্তৃক নিহত হন।