উপশ্রুতি
হিন্দু পৌরাণিক কাহিনি মতে- উপশ্রুতি সংবাদদায়িকা দেবী। এই দেবী সকল প্রকার সংবাদ আদান-প্রদানের জন্য নিয়োজিত থাকেন। বিশেষভাবে তাঁকে আরাধনা করলে, তিনি সকল প্রকার সংবাদ প্রদান করেন।

 

স্বর্গচ্যুত ইন্দ্র যখন একটি সরোবরের পদ্মডাঁটার ভিতরে লুকিয়ে ছিলেন, তখন ইন্দ্রাণীর আরাধনায় সন্তুষ্ট হয়ে, উপশ্রুতি এই স্থানে ইন্দ্রাণীকে নিয়ে যান।
    [ উদ্যোগপর্ব। ত্রয়োদশ অধ্যায়। মহাভারত (কালীপ্রসন্নসিংহ অনূদিত)। সাহিত্যতীর্থ। জুন ২০১৪]