যুযুৎসু
হিন্দু পৌরাণিক কাহিনি মতে- ধৃতরাষ্ট্রের পুত্র

ধৃতরাষ্ট্র সৌবলী নামক এক বৈশ্যা দাসীর সাথে মিলিত হলে
, এঁর জন্ম হয় ধৃতরাষ্ট্রের অন্যান্য পুত্রের ন্যায় ইনি অধার্মিক ছিলেন না ন্যায়পরায়ণ ও ধর্মনিষ্ঠ বলে ইনি কুরুক্ষেত্র যুদ্ধে দুর্যোধনের পক্ষ ত্যাগ করে পাণ্ডবপক্ষ অবলম্বন করেন কুরুক্ষেত্র যুদ্ধের শেষে ধৃতরাষ্ট্রের পুত্রদের মধ্যে একমাত্র যুযুৎসু-ই জীবিত ছিলেন

যদুবংশ ধ্বংসের পর পাণ্ডবরা অভিমন্যুর পুত্র পরীক্ষিৎ-কে রাজ্যে অভিষিক্ত করেন এবং যুযুৎসু'র উপর রাজ্যের ভার অর্পণ করে চার ভাই ও দ্রৌপদীসহ মহাপ্রস্থানে চলে যান