অহংকারী/অহঙ্কারী

বানান বিশ্লেষণ: অ++অ+ং/ঙ্+ক্‌+আ+র্+ঈ
উচ্চারণ : ɔ.ɦoŋ.ka.ri
(অ‌.হোঙ্.কা.রি)।

শব্দ-উৎস: সংস্কৃত अहंकारी অহংকার>বাংলা অহংকারী, অহঙ্কারী।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অহম্+
কৃ (করা)+ইন্ (ণিনি)=অহম্-কারিন্>কর্তৃবাচ্যে অহংকারী, অহঙ্কারী।
পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, পুরুষবাচক}
অর্থ: যার ভিতরে কোনো গর্ব নেই বা যে আচরণে বা বাক্যে গর্ব প্রকাশ করে না।

সমার্থক শব্দাবলি: অহংকারী, অহঙ্কারী।
 

বিপরীত শব্দ: অহংকারিণী/অহঙ্কারিণী [স্ত্রীলিঙ্গার্থ]