অকাট্য
বানান বিশ্লেষণ: অ+ক্+আ+ট্+য্+অ
উচ্চারণ: [.কাট্‌.টো] [ɔ.kaʈ.ʈo]
শব্দ-উৎস: বাংলা অ-সংস্কৃত काट्य (কাট্য)>বাংলা অকাট্য
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক}

অর্থ:

১. দৈহিক সত্তা আছে এমন লক্ষ্যবস্তু, যাকে কর্তন করা হয় নাই।
সমার্থক শব্দাবলি:
অকর্তিত, অকাট, অকাট্য, অখণ্ডনীয়, অখণ্ডিত, অখণ্ড্য, অচ্ছেদিতব্য, অচ্ছিন্ন, অচ্ছেদিত, অচ্ছেদ্য, অচ্ছেদ্যনীয়, অবিভক্ত, অবিভাজ্য, অভেদী, অভেদ্য, অকাট, অকাট্য।
উদাহরণ: অকাট্য কাষ্ঠ।

২.
ভাবনা, চিন্তা, যুক্তি, বাক্য ইত্যাদির সাথে যুক্ত যুক্তিকে কোনো ভাবে মিথ্যা বা অসার করা হয় নি।
সমার্থক শব্দাবলি:
 অকর্তনীয়, অকর্তিত, অকাট, অকাট্য, অখণ্ডনীয়, অখণ্ডিত, অখণ্ড্য, অচ্ছেদিতব্য,অবিভক্ত, অভেদ্য, অকাট, অকাট্য।  
উদাহরণ: অকাট্য প্রমাণ।