অকাট্যতা
বানান বিশ্লেষণ: অ+ক্+আ+ট্+য্+অ+ত্+আ
উচ্চারণ:  [.কাট্‌.টো.তা] [ɔ.kaʈ.ʈo.a]
শব্দ-উৎস: বাংলা অ-সংস্কৃত काट्य (কাট্য)>বাংলা অকাট্যতা।

পদ: বিশেষ্য
অর্থ: যা খণ্ডন করা যায় না বা খণ্ডন করা যায় না এমন একটি দশা।
সমার্থক শব্দাবলি: অখণ্ডনতা, অখণ্ডনত্ব, অখণ্ডনীয়তা, অচ্ছেদ্যতা, অচ্ছেদ্যনীয়তা, অভেদনীয়তা, অভেদ্যতা।