অকঞ্চুক
বানান বিশ্লেষণ : অ+ক্+ঞ্+চ্+উ+ক্+অ
উচ্চারণ:
ɔ.kon.cuk (অ‌.কোন্.চুক্)

অ‌.কোন্.চুক্ [নঞর্থক অ অর্ধ-বিবৃত ধ্বনি হবে। ঞ্চু ধ্বনি ন্.চু ধ্বনি তৈরি করে। পূর্ববর্তী ক ধ্বনি উ ধ্বনির প্রভাবে কো হবে এবং এর সাথে ন্ ধ্বনি যুক্ত হয়ে কোন্ ধ্বনি তৈরি করবে। অবশিষ্ট চু ধ্বনির সাথে ন রুদ্ধ ধ্বনি হিসেবে চুক্ ধ্বনি তৈরি করবে।]

শব্দ-উৎস: সংস্কৃত कञ्चुक  (অকঞ্চুক্)>বাংলা অকঞ্চুক।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: ১ বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, পুরুষবাচক}

অর্থ: ১.১. যার অঙ্গে কোন বর্ম নেই, এই অর্থে বর্মহীন।

সমার্থক শব্দাবলি: অকঞ্চুক, বর্মহীন
ইংরেজি:
without armour

অর্থ ১.২: যার দেহে কোনো কঞ্চুক (খোলস) নেই, এই অর্থে
অকঞ্চুক।
সমার্থক শব্দাবলি: অকঞ্চুক, খোলসহীন
ইংরেজি:
achlamydeous

পদ: ২ বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, স্ত্রীবাচক}

অর্থ: যে নারী কঞ্চুক (বক্ষবন্ধনী) ধারণ করে নাই, এই অর্থে অকঞ্চুক।
সমার্থক শব্দাবলি: অকঞ্চুক, বক্ষবন্ধনীহীনা।
 


সূত্র: