অকঠোরা
বানান বিশ্লেষণ: অ+ক্++ঠ্+ও+র্+আ
উচ্চারণ:
[..ঠো.রা] [
ɔ.kɔ.ʈʰo.ra]

অ‌.ক.ঠো.রা [নঞর্থক অ অর্ধ-বিবৃত ধ্বনি হবে। ক স্বাভাবিক ভাবে অর্ধ-বিবৃত হবে। অবশিষ্ট ঠো এবং রা ধ্বনিদ্বয় দুটি একাক্ষর হিসেবে উচ্চারিত হবে।]

শব্দ-উৎস: সংস্কৃত अकठोरा (অকঠোরা)>বাংলা অকঠোরা।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ:  বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, স্ত্রীবাচক}
অর্থ:  যে কঠোর (কোমল, সদয়, অনমনীয়, সহজ, সরল ইত্যাদি অর্থে) নয়
সমার্থক শব্দাবলি: অকঠিনা
, অকঠোরা, অনমনীয়া,  কাঠিন্যশূন্যা, কোমলা, নম্রা, সদয়া, স্নিগ্ধ। 
বিপরীতার্থক শব্দ:
অকঠোর {পুংলিঙ্গার্থে}

                          কঠোরা {ভাবার্থে ও স্ত্রীলিঙ্গার্থে}