কোমলা
বানান্ বিশ্লেষণ :ক্+ও+ম্+অ+ল্+আ।
উচ্চারণ:
ko.mo.la [কো.মো.লা]
শব্দ-উৎস: সংস্কৃত কোমলা> বাংলা কোমলা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: কম্ (ইচ্ছা করা, কামনা করা) + অল (অলচ্), কর্মবাচ্য +আ (টাপ্) (স্ত্রীলিঙ্গার্থে)
পদ: বিশেষণ
অর্থ:
১.১. যা বস্তুর ভৌত দশার বিচারে কঠিন নয়।
সমার্থক শব্দাবলি: অকঠিন, কোমল, নরম
উদাহরণ: কোমলা বিছানা।
বিপরীতার্থক শব্দ:




 

 

অর্থ: যে কঠিন (কোমল, সদয়, অনমনীয়, সহজ, সরল ইত্যাদি অর্থে) নয় স্ত্রীসত্তা।
সমার্থক শব্দাবলি: অকঠিনা, অকঠোরা, কোমলা।   

বিপরীতার্থক শব্দ:
অকোমল  {পুংলিঙ্গার্থে}

                         কোমল  {ভাবার্থে ও পুংলিঙ্গার্থে}