অকু
বানান বিশ্লেষণ: অ+ক্+উ
উচ্চারণ:
[ও.কু] [o.ku]
শব্দ-উৎস: আরবি  و + ات আত=ৱকুয়াত্>বাংলা অকু
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য
অর্থ: যে কোনো ঘটনা। সাধারণত দুর্ঘটনা, হাঙ্গামা, অপরাধমূলক কাজের সন ইত্যাদি ক্ষেত্রে বাংলাতে অকু শব্দ ব্যবহার করা হয় এই শব্দ বাংলাতে ব্যবহৃত হয় না। অন্য শব্দের পূর্বে বসে বিশেষ্যবাচক যৌগিক শব্দ তৈরি করে। যেমন: অকুস্থল, অকুস্থান