অওঁধা
বানান্ বিশ্লেষণ : অ +ঁ+ধ্+আ।
উচ্চারণ: ɔõ.d̪ʰa (অওঁ.ধা)

শব্দ-উৎস: সংস্কৃত অবমূর্দ্ধা>বাংলা অওঁধা।
পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক}
অর্থ: লজ্জা, কুণ্ঠা, অপমান, বিনয় বা আনুগত্য প্রকাশে যার (পুরুষ) মাথা নিম্নমুখী হয়েছে।  
সমার্থক শব্দাবলি:
অওঁধা, অবনতবদন, অবনতমস্তক, অবনতমুখ, নতমস্ত, নতমস্তক, নতমুখ, নতশির
 

শব্দ বিবর্তন:


সূত্র :