অষ্ট
বানান বিশ্লেষণ: অ+ষ্+ট্+অ
উচ্চারণ:
ɔʃ.ʈo (অশ্‌.টো)
শব্দ-উৎস: প্রাক্- ইন্দো-ইউরোপীয় ধাতু অক্টো (
okˊtoˊw)>প্রাক্-ইরানিয়ান ভাষা হস্ত (Haṣṭa)> প্রাক্ ইন্দো-আর্য বা আভেস্তান ভাষা অষ্ট>  বৈদিক ওসংস্কৃত সংস্কৃত অষ্ট > বাংলা অষ্ট
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
অস্ (ব্যপী) + অন (কনিন্)

পদ: বিশেষ্য
অর্থ: আট এই সংখ্যার নামবাচক পদ
সমার্থক শব্দাবলি: অষ্ট, আট, আষ্ট, ৮

পদ: বিশেষণ
অর্থ: আট এই সংখ্যক
সমার্থক শব্দাবলি: অষ্ট, আট, আষ্ট, ৮
উদাহরণ: অষ্ট প্রহর

যৌগিক শব্দ: অষ্টসিদ্ধি

সূত্র :