আমহে
বানান বিশ্লেষণ: +ম্+অ+হ্+এ।
উচ্চারণ :
am.ɦe (আম্.হে)।
শব্দ-উৎস: সংস্কৃত हम (অহম)>প্রাকৃত অমহে>বাংলা আমহে।
পদ: সর্বনাম {(ব্যক্তিবাচক, উত্তম পুরুষ, একবচন, কর্তৃবাচ্য)
অর্থ: বক্তা স্বয়ং। প্রত্যেকের ভিতরের অবস্থিত নিয়ন্ত্রকরূপী সত্তার পরিবর্তে 'আমি' শব্দের ব্যবহার করা হয়। এই কারণে 'আমি' সর্বনাম হিসেবে বিবেচিত হয়ে থাকে। কিন্তু ব্যাকরণে শব্দ প্রতিস্থাপিত রীতিতে 'আমি' সর্বনামের মর্যাদা পায় না।
সমার্থক শব্দ: আমি, আমহে।
ইংরেজি: I

আধুনিক বাংলাতে এই শব্দটি প্রচলিত নয়। সর্বপ্রাচীন নমুনা খ্রিষ্টীয় অষ্টম শতাব্দী (চর্যাগীতিকা)।
        ভণই লুই আমহে ঝাণে দীঠা/লুইপাদানাম । চর্যাগীতিকা-১।