আত্ম
বানান বিশ্লেষণ:আ+ত্‌+ম্+অ।
উচ্চারণ :
at̪.t̪o (আত্‌.তোঁ)।
শব্দ-উৎস:
সংস্কৃত আত্মন্> বাংলা আত্ম।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: আত্মন্ (নিজ)>আত্ম
পদ:
১. বিশেষ্য
অর্থ: যার দ্বারা নিজকে প্রকাশ করা হয়।
সমার্থক শব্দাবলি: আপন, নিজ, স্ব।

২. বিশেষণ
অর্থ: যা নিজ সম্বন্ধীয়।
সমার্থক শব্দাবলি: আপনার, নিজের
যৌগিক শব্দ:
পূর্বপদ: আত্ম-অহংকার