আত্ম-অহংকারহীন
বানান বিশ্লেষণ: +ত্+ম্+অ-অ+হ্+অ+ং+ক্‌+আ+র্+অ+হ্+ঈ+ন্+অ
উচ্চারণ: [আত্.তোঁ-অ‌.হোঙ্.কার্.হিন্] [at̪.t̪õ-ɔ.ɦoŋ.kar.ɦin]
শব্দ-উৎস: আত্ম {সংস্কৃত
आत्मन् (আত্মন্)>বাংলা আত্ম} +সংস্কৃত अहंकार অহংকার>বাংলা অহংকার}+হীন {সংস্কৃত हीन (হীন)>বাংলা হীন}
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:  আত্ম {সংস্কৃত आत्म (আত্মন্)>বাংলা আত্ম} +  অহম্+কৃ (করা)+অ (ঘঞ্)} +হীন {হা (ত্যাগ করা) +ত (ক্ত), কর্মবাচ্য।}

পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক}
অর্থ:  যার ভিতরে নিজের কোনো অহংকার নেই এমন।
সমার্থক শব্দাবলি: অকত্থন, অগর্ব,
অগর্বিত, অগর্বী, অনহংকৃত, অনুদ্ধত, অহংকারশূন্য, আত্মশ্লাঘাহীন, আত্ম-অহংকারহীন, গর্বরহিত, গর্বহীন, দর্পহীন, দর্পশূন্য, নিরহংকারী, বিনীত।
বিপরীতার্থক শব্দ: আত্ম-অহংকারহীনা [স্ত্রীলিঙ্গার্থে]


সূত্র :