বিমূর্তন
বানান বিশ্লেষণ : ব্+ই+ম্+ঊ+র্+ত্+অ+ন্+অ
উচ্চারণ : bi.mur
t̪.t̪
on  (বি.মুর্ত.তোন্)।
শব্দ-উৎস:
সংস্কৃত
विमूर्त्तन
(বিমূর্ত্তন>বাংলা বিমূর্ত্তন>বিমূর্তন
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
বি-Öমূর্চ্ছ (আকার প্রাপ্ত হওয়া)+
অন্ (ল্যুট)
পদ : বিশেষ্য

ঊর্ধ্বক্রমবাচকতা {বিমূর্ত সত্তা | সত্তা |}

অর্থ:

১. যার দ্বারা বিমূর্ত ভাব প্রকাশিত হয়।
সমার্থক শব্দাবলী: বিমূর্তন, বিমূর্তকরণ।

ইংরেজি:
abstraction

২. সত্তাতত্ত্বের একটি পারিভাষিক শব্দ। এটি বিমূর্ত সত্তার অংশ। [দেখুন: বিমূর্তন]