বৃষপর্বা
হিন্দু পৌরাণিক কাহিনি মতে−
দানব বিশেষ।
মৎস্য পুরাণ,
-মতে কশ্যপের ঔরসে দক্ষকন্যা দনুর
একশত পুত্র সন্তানদের মধ্যে একজন ছিলেন।[১]। অগ্নিপুরণ মতে,
তাঁর কন্যাদের নাম ছিল−
হয়, শিবা ও শর্মিষ্ঠা। [২]।
পদ্মপুরাণ মতে,
প্রহ্লাদের পুত্র
বিরোচন
রাক্ষসরাজ বৃষপর্বার কন্যা সুরুচিকে বিবাহ করেন।
বিরোচনের শতপুত্রের ভিতর অংশুতাপন ছিলেন একজন। উল্লেখ্য এর ভাই ছিলেন অসুররাজ
বলি।
[৩]
বৃষপর্বার কন্যা
শর্মিষ্ঠার সাথে শুক্রাচার্য-এর কন্যা দেবযানীর বিবাদ হলে, শুক্রাচার্য বৃষপর্বার
পক্ষ ত্যাগ করার সিদ্ধান্ত নেন। পরে এই সূত্রে তিনি শর্মিষ্ঠা দেবযানীর দাসত্ব
স্বীকার করলে, বৃষপর্বার সাথে শুক্রাচার্যের বিবাদ মিটে যায়।
দ্বাপরে ইনি মনুষ্য লোকে জন্মগ্রহণ করেন। [৩]
তাঁর মনুষ্যলোকের নাম ছিল দীর্ঘপ্রজ্ঞ। মনুষ্যলোকে তিনি রাজা হিসেবে খ্যাতি লাভ
করেছিলেন। [৪]
সূত্র: