দ্বাদশ
বানান বিশ্লেষণ: দ্+ব্+আ+দ্+অ+শ্+অ
উচ্চারণ :
a.i (দা.দোশ্)।

শব্দ-উৎস: সংস্কৃত দ্বাদশ>বাংলা দ্বাদশ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: দ্বি অধিক দশন্ (দশ)=দাদশন্>দ্বাদশ।
পদ: বিশেষণ
অর্থ: ১২ সংখ্যক।

যুক্তশব্দ: