দেনাশূন্যা
উচ্চারণ : d̪e.na.ʃun.na (দে.না
.শুন্.না)
শব্দ-উৎস: মিশ্রশব্দ [আরবি দায়ীন>বাংলা দেনা
+সংস্কৃত শূন্য>বাংলা শূন্য। +আ*}
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: দেনা + রহিত {শূন্য {শু (অতিশয়) + উন (কম), শ্বন্ +য (যৎ) +আ*}
                            
দেনইতে শূন্য (মুক্ত)/পঞ্চমী তৎপুরুষ সমাস +*আ
পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, স্ত্রীবাচক }

২.১. অর্থ : ১. ঋণ
পরিশোধের দায় থেকে শূন্য বা মুক্ত, এমন নারী।
              ২.
যে ঋণ পরিশোধ করেছে।
              ৩. যার উপস্থিত ঋণ নাই।
সমার্থক শব্দাবলি :
অঋণা, অঋণিনী, অনৃণা, অনৃণিনী, ঋণমুক্তা, ঋণরহিতা, ঋণশূন্যা, ঋণহীনা, কর্জহীনা, ধারমুক্তা, দেনামুক্তা, দেনারহিতা, দেনাশূন্যা।
বিপরীতার্থক শব্দ : দেনাশূন্যা [স্ত্রীলিঙ্গার্থে]
ইংরেজি : A man who is free from debt, not a debtor


সূত্র :