অনৃণিনী [অ.নৃ.নি.নি]
[ɔ.nri.ni.ni]
সংস্কৃত
अनृणिनी
(অনৃণিনী)>বাংলা
অনৃণিনী।
অ
(নাই) ঋণ যাহার/নঞ্ বহুব্রীহি সমাস}
+ঈ
(ঙীপ্)।
বিশেষণ
{নাম-বিশেষণ,
গুণবাচক, ব্যক্তিবাচক, স্ত্রীবাচক}
অর্থ : ১. ঋণ
পরিশোধের দায় থেকে মুক্ত, এমন নারী।
২.
যে নারী ঋণ পরিশোধ
করেছে।
৩. যে নারীর উপস্থিত ঋণ নাই।
সমার্থক শব্দাবলি :
অঋণা,
অঋণিনী,
অনৃণা,
অনৃণিনী,
ঋণমুক্তা,
ঋণরহিতা,
ঋণশূন্যা,
ঋণহীনা,
কর্জহীনা,
ধারমুক্তা,
দেনামুক্তা,
দেনারহিতা,
দেনাশূন্যা।
বিপরীতার্থক
শব্দ : অনৃণ
[পুংলিঙ্গার্থে]
ঋণা [ভাবার্থে]
উদাহরণ : অনৃণিনী কন্যা।
ইংরেজি
:
not indebted (fem.)