দিগঞ্চলা
বানান বিশ্লেষণ: দ্+ই+গ্+অ+ঞ্+চ্+অ+ল্+আ
উচ্চারণ:
d̪i.gɔn.co.la
(দি.গন্.চ.লা)
শব্দ-উৎস:
সংস্কৃত দিগঞ্চলা>
বাংলা দিগঞ্চলা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
দিগ্
+অঞ্চল
= দিগঞ্চল
+ আ
(টাপ্)
পদ:
বিশেষ্য
অর্থ: অষ্টদিকের
অধিষ্ঠাত্রী দেবী
সমার্থক শব্দাবলি: দিগঞ্চলা,
দিগ্বধূ. দিগ্বালা, দিফ্বালিকা,
সূত্র:
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমী, ঢাকা, মার্চ
২০০৫।
wordnet 2.1