ধার

[
ধার্]

সংস্কৃত धार (ধার)>বাংলা ধার।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: ধারি ={ধৃ +ই (ণিচ)} + অ (অচ্), কর্তৃবাচ্য
১. বিশেষণ।

অর্থ : ধার, ধারক।
বিশেষ্য | দায়বদ্ধতা | বাধ্যবাধকতা | দশা | সত্তাগুণ | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |
১.১ যা গ্রহণের পর পরিশোধ করার দায় থাকে, এই অর্থে- ঋণ, কর্জ, দেনা, ধার।
ইংরেজি: debt
১.২. উপকার পাওয়ার সূত্রে কৃতজ্ঞতার বন্ধন। (আমার জন্য তুমি যা করেছে, তার ধার আমি শোধ করতে পারবো না)