এ্যা
একটি বাংলা মৌলিক স্বরধ্বনি। বাংলা বর্ণমালায়
এই ধ্বনির জন্য কোনো পৃথক চিহ্ন নাই। স্বাধীন ধ্বনি হিসেবে এই ধ্বনি দুই ভাবে লেখা
হয়। এই রূপ দুটি হলো এ্যা বা অ্যা। এর ভিতরে এ্যা চিহ্নটি অধিকতর যুক্ত সংগত। কারণ
অ ধ্বনি বিকৃত হয়ে অ্যা হয় না। বরং
এ ধ্বনিই বিকৃত হয়ে এ্যা ধ্বনিতে পরিণত হয়।
বাংলাতে এই ধ্বনির জন্য কোনো পৃথক চিহ্ন নাই, তাই এর জন্য কোনো আন্তর্জাতিক ধ্বনি
লিপি নির্ধারিত হয় নাই। কিন্তু এ্যা ধ্বনিটি অন্যান্য ভাষায় রয়েছে। সেসকল ভাষায়
এ্যা ধ্বনি-প্রতীক হলো―
æ।
এর সঙ্কেরত 00E6।
ধ্বনি-বৈশিষ্ট্যের বিচারে এ্যা হলো
―স্বরধ্বনি,
মৌলিক, বিবৃত-মধ্য, সম্মুখ,
অবর্তুলাকার।