এ
বাংলা
বর্ণমালা'র এবং
স্বরবর্ণের অষ্টম
বর্ণ।
বর্ণ উৎস:
ব্রাহ্মীলিপি >
কুষাণলিপি>
গুপ্তলিপি>
কুটিললিপি>আদি নাগরি লিপি>
বাংলালিপি
বিস্তারিত:
এ-এর লিপি
পরিচিতি
ইউনিকোড
:
u+09CF
উচ্চারণ:
এ =e,
এ্যা
=æ
বিস্তারিত:
অ-এর উচ্চারণ
প্রকৃতি
অর্থগত এ
১. পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{বাংলা স্বরবর্ণ |
স্বরবর্ণ |
বর্ণ |
বর্ণচিহ্ন
| লিখিত প্রতীক |
প্রতীক |
সঙ্কেতচিহ্ন
| যোগাযোগ|
বিমূর্তন
| বিমূর্ত-সত্ত্বা |
সত্তা}
অর্থ: বাংলা
বর্ণমালা 'র এবং
স্বরবর্ণের
অষ্টম বর্ণ।
২. শব্দ-উৎস:
সংস্কৃত
ইদম>
বাংলা
ইহা > এ ।
পদ:
সর্বনাম
অর্থ: ব্যক্তি, প্রাণী, বস্তু বিষয়ের পরিবর্তে ব্যবহৃত
হয়। যেমন- এ (ইহা) ভালো নয়, এ (ইহা) আর যাই হোক সন্দেশ নয়।
৩. শব্দ-উৎস:
সংস্কৃত
ইতদ>প্রাকৃত
এত> এঅ
বাংলা এ।
পদ:
বিশেষণ।
অর্থ: নিকটবর্তী অর্থে।
যেমন- এ পথে যেয়ো না।
৪. শব্দ-উৎস:
সংস্কৃত
ইতদ>প্রাকৃত
এত> এঅ
বাংলা এ।
পদ:
অব্যয়
অর্থ: সম্বোধন বা নির্দেশক রূপে
সমার্থক শব্দাবলি: হে, ওহে, ওলো
উদাহরণ: এ সখি, হামারি দুঃখের নাহি ওর।
ব্যাকরণগত কারক বিভক্তি
কর্তৃকারক: পাগলে কি না বলে
কর্মকারক: কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে
কর্ণকারক: হাতে মারে, কথাতেও মারে
সম্প্রদান কারক: খোদার এ জীবে আহার দেবে
কে?
অপাদান কারক: মেঘে
বৃষ্টি হয়
অধীকরণকারক: তিলে
তেল আছে
ক্রিয়া-বিশেষণে এ বিভক্তি ব্যবহৃত হয়। যেমন- আস্তে আস্তে চলো।
মাসের ১৯ থেকে ৩২ পর্যান্ত সংখ্যাও পূরণবাচক শব্দে এ ব্যবহৃত হয়। যেমন- ঊনিশে
এপ্রিল, বাইশে শ্রাবণ ইত্যাদি।