আন্তর্জাতিক ধ্বনিলিপি :ɔ
ইউনিকোড: u+0998
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {| বর্ণ | বর্ণচিহ্ন | লিখিত প্রতীক | প্রতীক | সঙ্কেতচিহ্ন | যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত সত্ত | সত্তা |}
সমার্থকশব্দসমূহ (synonyms): :

বর্ণ-পরিচিতি :
এই বর্ণের নাম -ঘ বাংলা বর্ণমালার শ বর্ণ, ব্যঞ্জনবর্ণের চতুর্থ বর্ণ ব্যঞ্জনবর্ণের ক-ব চতুর্থ বর্ণগ্ ধ্বনির সাথে সহগ-হ মহাপ্রাণতা প্রদান করলে ঘ ধ্বনির উৎপত্তি হয়। স্বাধীনভাবে উচ্চারণযোগ্য রূপ হলো- ঘ্ +অ=ঘ

এটি জিহ্বামূলীয়, ঘোষ, মহাপ্রাণ ও স্পর্শ বর্ণ কণ্ঠমূল থেকে উচ্চারিত হয় বলে- এটি সাধারণভাবে কণ্ঠ বর্ণ নামেও চিহ্নিত হয়ে থাকে
 

শ্রবণ নমুনা


-এর লিপি পরিচিতি
অন্যান্য বাংলা লিপির মতই ব্রাহ্মীলিপি থেকে ঘ-বর্ণটি উদ্ভূত হয়েছে ব্রাহ্মীলিপিতে এই বর্ণটি ছিল উলম্ব রেখাযুক্ত এর নিচের প্রান্তে দুটি বাঁকা রেখা যুক্ত ছিল খ্রিষ্টীয় তৃতীয় শতাব্দী থেকে প্রথম শতাব্দী পর্যন্ত এই বর্ণটির রূপ দাঁড়িয়েছিল অনেকটা ইংরেজি ডব্লিউ-এর মতোনিচের চিত্রে ব্রাহ্মীলিপিতে ক-বর্ণটির বিবর্তনের রূপ দেখানো হলো

কুষাণলিপি (১০০-৩০০ খ্রিষ্টাব্দ) থেকে গুপ্তলিপি (৪০০-৫০০ খ্রিষ্টাব্দ) পর্যন্ত এই বর্ণটি ইংরেজি ডব্লিউ-এর মতোই ছিল। নিচের চিত্রে ব্রাহ্মীলিপি থেকে গুপ্তলিপি পর্যন্ত ক-বর্ণের রূপান্তরের নমুনা দেখানো হলো

এরপর আমরা পাই খ্রিষ্টীয় ৬ম-৯ম শতাব্দীতে পাই কুটিললিপিআদি কুটিললিপিতে এই বর্ণটি  বর্ণটি ইংরেজি ডব্লিউ-এর মতোই ছিলখ্রিষ্টীয় ১৩শ ও ১৬শ শতাব্দীতে এই বর্ণটির নানা রকম পরিবর্তন ঘটেছে। ১৭শ শতাব্দীতে বর্ণটি আধুনিক ঘ-এর মতো হয়ে উঠেছিলেনিচের চিত্রে কুটিললিপি থেকে বর্তমান কাল পর্যন্ত ক-এর ক্রমবিবর্তনের রূপটি দেখানো হলো  

 

আধুনিক বানান রীতি অনুসারে এই বর্ণটির সাথে যে রীতিতে স্বরবর্ণ যুক্ত হয়, তা হলো-

ঘ্ +আ =ঘা  ঘ্ +ই=ঘি ঘ্ +ঈ=ঘী ঘ্  +উ=ঘু   ঘ্  +ঊ=ঘূ
ঘ্  +ঋ=ঘৃ   ঘ্  +এ =ঘে  ঘ্  +ঐ=ঘৈ  ঘ্  +ও =ঘো  ঘ্  +ঔ=ঘৌ


-এর সাথে অন্য ব্যঞ্জনবর্ণের যুক্ত হলে এর ধ্বনিগত পরিবর্তন হয় না। তবে রেফ্, র-ফলা এবং য-ফলা ব্যবহৃত হলে, এই ধ্বনির পূর্বে অল্পপ্রাণ গ উচ্চারিত হয়। যেমন অর্ঘ= অর্গ্‌ঘো।

মূল ধ্বনিসমূহ যুক্তধ্বনি আদ্য মধ্য অন্ত্য
ং +ঘ ংঘ   অংঘঃ অংঘি
ং +ঘ্ +র ংঘ্র   অংঘ্রিপ অংঘ্রি
ঘ্ +ন ঘ্ন   কৃতঘ্নতা বিঘ্ন
ঘ্ +য ঘ্য ঘ্যাগ    
ঘ্ +র্ ঘ্র ঘ্রাণ অঘ্রাণ ব্যাঘ্র
ঘ্‌+র্‌+য র্ঘ্য     অর্ঘ্য
ঙ্ +ঘ ঙ্ঘ   লঙ্ঘন সঙ্ঘ
ঙ্ +ঘ্ +য ঙ্ঘ্য     অলঙ্ঘ্য
ঙ্ +ঘ্ +র ঙ্ঘ্র     অঙ্ঘ্রি
চ্ +ঘ চ্‌ঘ   ঘিচঘিচ  
ট্ +ঘ ট্‌ঘ   ঘুটঘুটে  
দ‌+ঘ দ্ঘ   উদ্ঘাটন
বিদ্‌ঘুটে
 
ন্‌+খ ন্‌খ   খানখান  
র্ +ঘ র্ঘ   দুর্ঘটনা দীর্ঘ