হড়ঘর
বানান্ বিশ্লেষণ: হ্+অ+ড্+ঘ্+র্+অ
উচ্চারণ: ɦɔɽ.gʰɔr
(হড়্.ঘর্)
শব্দ-উৎস:
সংস্কৃত
সরক+ঘড়ঘড়
+ বাংলা
হড়ঘর
পদ:
অনুকারসূচক বা ধ্বন্যাত্মক অব্যয়
অর্থ:
১. বস্তুর স্থানান্তর বা বস্তুর উপর দিয়ে কোনো কিছু
সঞ্চালিত হওয়ার কারণে সৃষ্ট শব্দ।
২. মেঘের শব্দ।
সূত্র:
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫।
- ব্যবহারিক শব্দকোষ। কাজী আব্দুল ওদুদ। প্রেসিডেন্সী লাইব্রেরী। কলিকাতা।
- শব্দবোধ অভিধান। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০।
- সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।