হওয়া
বানান বিশ্লেষণ: হ্+অ+ও+য়্+আ
উচ্চারণ:
ɦɔoa (হওয়া)
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
(হওয়া) +ওয়া
পদ : বিশেষ্য (ক্রিয়াবাচক)
অর্থ:
১. ঘটা (যুদ্ধ হওয়া, বিপদ হওয়া)
২. উৎপন্ন (ফসল হওয়া, সন্তান হওয়া, প্রসব হওয়া)
৩. জমা বা সঞ্চয় হওয়া (সম্পদ হওয়া)
৪. বৃদ্ধি পাওয়া (রাত হওয়া, বেশি হওয়া)
৫. শেষ অবস্থায় যাওয়া (শেষ হওয়া, সমাপ্ত হওয়া)
৬. অবস্থান্তর (দেউলিয়া হওয়া, ধনী হওয়া, মুক্ত হওয়া, বেকার হওয়া)
৭.বিনষ্ট হওয়া (মাটি হওয়া)
৮. যথাসময়ে উপস্থিত হওয়া (খাওয়ার সময় হওয়া)
৯. সংঘটিত হওয়া (সন্ধ্যা হওয়া, প্রভাত হওয়া, বিবাহ হওয়া)
১০. সঞ্চার বা উদ্রেক হওয়া (ভয় হওয়া, আনন্দিত হ্‌ওয়া)
১১. ব্যপ্তী (সাত দিন হওয়া, মাস হওয়া)
১২. আপন সত্তায় অন্তর্ভুক্ত হওয়া (নিজের সম্পত্তি হ‌ওয়া, আমার হওয়া)
১৩. উপযুক্ত হওয়া (যোগ্য হওয়া)
১৪. যথাযথ হওয়া (মাপে হওয়া)

পদ: বিশেষণ

১. প্রায় সম্পন্ন (হ্‌ওয়া কাজ, হওয়া চাকরি)