হুঁশ
বানান বিশ্লেষণ:
হ্+উ+ঁ+শ্
উচ্চারণ:
[হুঁশ্]
[ɦũʄ]
শব্দ-উৎস:
ফার্সি
হুঁশ>
বাংলা
হুঁশ
পদ:
বিশেষ্য
অর্থ:
১
. জ্ঞান, চৈতন্য। [বিপরীতার্থক বেহুঁশ]
২. জানাশোনা, বোধবুদ্ধি [হুঁশ করে কথা বলো]
সূত্র:
বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান
। মার্চ ২০০৫।
বাঙ্গালা ভাষার অভিধান
(প্রথম খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০।
শব্দবোধ অভিধান
। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০।
সংসদ বাংলা অভিধান
। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।